বাছাইপর্বের ম্যাচটির আগে কথার তুবড়ি ছুটিয়েছিলেন ব্রাজিলের ফুটবলাররা। কিন্তু মাঠের খেলায় তারা পেরে ওঠেননি আর্জেন্টিনার সঙ্গে। ৪-১ গোলের বড় জয়ের পর মুখ খুলতে শুরু করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। এবার রদ্রিগোকে জবাব দিলেন লিয়ান্দ্রো পারদেস।
ঝামেলার শুরুটা করেছিলেন রাফিনহা। ম্যাচের আগে তিনি আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেন। ম্যাচের মাঝেও দুই দলের খেলোয়াড়েরা কথার লড়াইয়ে জড়ান। এক পর্যায়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো পারদেসকে বলেন, ‘তুমি খুব খারাপ মানুষ।’ এর জবাবে পারদেস তাকে খোঁচা মেরে বলেন, ‘আমার একটি বিশ্বকাপ ও দুটো কোপা আমেরিকা আছে। তোমার কিছু নেই!’
২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এর মাঝে ২০২২ সালে জিতেছে বিশ্বকাপ। তিনটি ইভেন্টেই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পারদেস। অন্যদিকে দিনে দিনে খর্বশক্তি হয়ে পড়ছে ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জেতা ব্রাজিল। হারতে হারতে অবস্থা করুণ। আর্জেন্টিনার বিপক্ষেই অর্ধযুগ ধরে তারা জিততে পারে না। আজকের তাদের বিপক্ষে একমাত্র গোলটিও এলো পাঁচ বছর পর।