রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

১ মিনিট ৩২ সেকেন্ডে ৩৩ পাস খেলে এনজোর গোল

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৭:৪৯ পিএম

আবারও আর্জেন্টিনায় বিধ্বস্ত ব্রাজিল। আলবিসেলেস্তেদের বিপক্ষে টানা ৫ হারের মুখোমুখি হয়েছে তারা। সবশেষ ২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে তারা জিতেছিল ২-০ গোলে। এরপর আর জয়ের দেখা নেই সেলেসাওদের। বুধবার সকালে এস্তাদিও মনুমেন্তালে ৪-১ গোলে ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা।

গোল-১: ৪ মিনিট, জুলিয়ান আলভারেজ

আকাশী-নীলদের হয়ে গোলগুলো করেন জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জিওলিয়ানো সিমিওনে। এর মধ্যে সবার নজর কেড়েছে এনজোর করা দ্বিতীয় গোলটি। যেখানে আর্জেন্টিনা দলেরসবারই অবদান ছিল। 

ম্যাচের ১১ মিনিটের সময়ের ঘটনা। একটানা ৩৩টি পাস খেল হয় গোলটি। শুরু হয়েছিল মাঝমাঠে নিকোলাস ওতামেন্দির নেওয়া একটি লম্বা রিবাউন্ড থেকে, যা পরবর্তীতে ১ মিনিট ৩২ সেকেন্ড ধরে চলতে থাকে। এই পাসিং সিকোয়েন্সে দলের ১১ জন খেলোয়াড়ই অংশ নেন, এমনকি গোলরক্ষক দিবু মার্টিনেজও এতে একটি টাচ দেন। কিছু খেলোয়াড় বিশেষ ভূমিকা রাখেন (কুটি রোমেরো, ওতামেন্দি, ডিবু মার্টিনেজ), আবার কেউ কেউ ব্রাজিলের রক্ষণভাগে আক্রমণাত্মকভাবে অবদান রাখেন এক বা দুটি স্পর্শে। সব শেষে লিয়ান্দ্রো পারেদেসের আড়াআড়ি পাস চলে যায় এনজোর কাছে, ডান পায়ের নিখুত শটে গোল করেন তিনি। 

গোল-২: ১২ মিনিট, এনজো ফার্নান্দেজ

বল পায়ে নিয়ে লম্বা এক টান দিয়ে ব্রাজিলের ডি বক্সে ঢুকে যান এনজো। সেখানে গিয়ে বল পাস দেন আলভারেজের পায়ে। আলভারেজ দেন ডি পলকে, তার থেকে যায় আবার মলিনার পায়ে। মলিনা দেন আবার পাস এনজোর দিকে। সেই পাস প্রতিহত করার চেষ্টা করেন ব্রাজিলের অভিষিক্ত ডিফেন্ডার মুরিলো। কিন্তু পারেননি, তার পায়ে লেগে বল চলে এনজোর পায়ে। এনজো তার ফাইনাল শটে বল জড়ান জালে। আর্জেন্টিনা এগিয়ে যায় ২-০ গোলে।

গোল-৩: ৩৭ মিনিট, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার

গোল-৪: ৭১ মিনিট, গিউলিয়ানো সিমিওনে

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত