ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ খেলে আজ (বুধবার) বিকেলে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলং থেকে গৌহাটি হয়ে কলকাতা বিমানবন্দর দিয়ে দেশে পৌঁছান জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীসহ দলের অন্যান্য সদস্যরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর জন্য ম্যাচটি ছিল জাতীয় দলের হয়ে তার অভিষেক। দেশের দায়িত্ব শেষ করে এখন সবাই যার যার ক্লাবে ফিরবেন। আগামীকাল শেফিল্ড ইউনাইটেডের ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশ ত্যাগ করবেন হামজা।
তবে ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে এই তারকা ফুটবলারকে।
অন্যদিকে, দলের অন্যান্য খেলোয়াড়রা কেউ ক্লাবের ক্যাম্পে যোগ দেবেন, কেউবা ঈদের ছুটি কাটাতে চলে যাবেন বাড়ি। ভারত ম্যাচের জন্য গত ২৮ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছিল। এ কারণে ঘরোয়া ফুটবলের খেলা ছিল স্থগিত। প্রায় দেড় মাসের বিরতি শেষে আগামী ১১ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে।
জাতীয় দলের এই অ্যাওয়ে ম্যাচের অভিজ্ঞতা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।