রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আকরামদের কাছে হেরে গেলেন নান্নুরা

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম

সময় বয়ে যায়, স্মৃতি থেকে যায়। স্বাধীনতার রক্তিম সূর্যোদয়ের দিনে স্মৃতির সেই রঙে রাঙিয়ে ওঠে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সাবেকদের দাপট, চেনা মাঠে নতুন করে পুরনো ঝড় তোলার আনন্দ, এক অন্যরকম স্বাধীনতা দিবসের উপহার হয়ে উঠেছে লাল-সবুজের এই প্রদর্শনী ম্যাচ। 

প্রতি বছরের মতো মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে সাবেকদের নিয়ে অনুষ্ঠিত হলো এক প্রদর্শনী ম্যাচ। বুধবার দুপুর আড়াইটায় মিরপুরের হোম অব ক্রিকেট স্টেডিয়ামে লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে মাঠে নামেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা। 

ম্যাচে লাল দলের নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান, আর সবুজ দলকে নেতৃত্ব দেন মিনহাজুল আবেদীন নান্নু। লাল দল আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১০ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মেহরাব হোসেন অপি। দ্রুতগতিতে ১১ বলে ২৫ রান তুলে নেন হান্নান সরকার। ফয়সাল হোসেন ডিকেন্স ৭ বলে করেন ১৭ রান, আর আব্দুর রাজ্জাক ১৪ বলে অপরাজিত থাকেন ১১ রানে। সবুজ দলের হয়ে ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত এবং মুশফিকুর বাবু। 

১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে সবুজ দল নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে তালহা জুবায়ের খেলেন ১২ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস। এছাড়া মোহাম্মদ রফিক করেন ১৭ বলে ২৫ রান। তবে লাল দলের বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত। আব্দুর রাজ্জাক ও ফয়সাল হোসেন ডিকেন্স তুলে নেন ২টি করে উইকেট। 

ম্যাচের অলরাউন্ড পারফরম্যান্সের জন্য মেহরাব হোসেন অপিকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়। 

এই প্রদর্শনী ম্যাচটি শুধু প্রতিযোগিতার জন্য ছিল না; ছিল পুরনো স্মৃতির পাতায় ফিরে যাওয়ার উপলক্ষ্য। জাতীয় দলের জার্সি গায়ে দেশের হয়ে লড়াই করা এই ক্রিকেটাররা স্বাধীনতা দিবসের আনন্দে মেতে উঠেছেন ক্রিকেটের ছন্দে। জয়-পরাজয়ের হিসাব পেছনে ফেলে, তারা উপভোগ করেছেন মাঠে ফেরার সেই পুরনো উত্তেজনা। 

স্বাধীনতার মাহেন্দ্রক্ষণে ক্রিকেটের এমন স্মৃতিবিজড়িত মুহূর্ত যেন দেশপ্রেমের সঙ্গে মিশে গেছে আরও একবার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে থাকা এই তারকারা নতুন প্রজন্মের কাছে হয়ে থাকবেন অনুপ্রেরণা যেন স্বাধীনতার মাঠে গড়ায় আরও অনেক সাফল্যের গল্প।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত