রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

একাত্তর উপেক্ষার চেষ্টা ইতিহাসের আস্তাকুঁড়ে ঠাঁই পাবে: রুহিন হোসেন প্রিন্স

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৮:৩৬ পিএম

সাতচল্লিশে পাকিস্তান সৃষ্টির পথ প্রত্যাখান করে একাত্তরে বিজয় অর্জিত হয়েছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, যারা একাত্তরকে উপেক্ষা করে সাতচল্লিশকে পুনঃস্থাপন করতে চায়, চব্বিশ আনতে চায়, আমার ধারণা তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।  বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন গণতন্ত্র এবং বৈষম্যমুক্তির আকাঙ্ক্ষা অর্জিত হয়নি। এ সময়ে যারা শাসক ছিল, তারা আমাদের তা উপহার দিতে পারেনি। সুতরাং জনগণ এখন বিক্ষুব্ধ হয়ে আছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত না হওয়ায় ৯০-এ একটি গণঅভ্যুত্থান করতে হলো, ২৪-এ আরেকটি গণঅভ্যুত্থান করতে হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের সাড়ে সাত মাস পরে এসে দেখছি, গণঅভ্যুত্থানের মধ্যে নানা উগ্র শক্তির আবির্ভাব ছিল, তারা শুরুতেই আমাদের মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্যের ওপর আক্রমণ চালিয়েছে। আমরা মনে করি, যা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর গণঅভ্যুত্থান পরিপন্থী।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্র সহ্য করা হবে না। মুক্তিযুদ্ধের ওপর যে আঘাতগুলো এসেছে, সরকার সেগুলো পুনর্নির্মাণের উদ্যোগ নেবে। একই সঙ্গে গণতন্ত্র ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার যে আকাঙ্ক্ষা আছে, সে প্রচেষ্টায় তারা ভূমিকা রাখবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশি কিছু প্রত্যাশা করে লাভ নেই বলে মন্তব্য করে প্রিন্স বলেন,  ‘দ্রুত একটি নির্বাচন চাই, সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে, আমরা আশা করব তারা মুক্তিযুদ্ধের চেতনা অনুসরণ করে বৈষম্যহীন সমাজ গড়ার দিকে এগিয়ে যাবে।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলেও সেই আলোচনায় না গিয়ে তারা সংবিধান নতুন করে লেখার বিষয়ে কথা বলছে। সংবিধান নতুন করে লেখার নামে ইতিমধ্যে সংস্কার কমিটি আমাদের সঙ্গে কথা না বলেই কিছু বিষয় সামনে এনেছে, যার অন্যতম হলো মুক্তিযুদ্ধের সঙ্গে যেন ২৪-কে তুলনা করা হয়। তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত চার মূলনীতিকে বাদ দেওয়ার কথা বলছে। প্রকৃতপক্ষে, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য বলে মনে হচ্ছে। আমি মনে করি, তাদের এই অবস্থান থেকে সরে আসা দরকার। আমরা আশা করব, অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিতর্কিত বিষয়ে যাবে না।মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে কোনো আঘাত এলে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত