গাজীপুরে ওষুধের মূল্যবৃদ্ধি ও ব্যবসায়িক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার গ্রেটওয়াল সিটিতে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে সারা দেশে দুর্নীতি, লুটপাট ও ব্যবসায়িক সিন্ডিকেটের মাধ্যমে ওষুধের অযৌক্তিক মূল্য বাড়ানো হয়েছিল। ওষুধের দাম বৃদ্ধির ফলে তা সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
প্রতিবাদ সভায় বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি মো. শাহজালাল বাচ্চু গং ও ভারপ্রাপ্ত সভাপতি মো. মঈনুল হক বিগত আওয়ামী লীগ সরকারের পুনর্বাসনের লক্ষ্যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে কেমিস্টদের সঙ্গে আলোচনা না করে অবৈধভাবে গাজীপুরসহ সারা দেশে যাদের কোনো ওষুধ ব্যবসা নেই, কেমিস্টদের সঙ্গে সম্পর্ক নেই তাদের দিয়ে একের পর এক জেলা কমিটি অনুমোদন দিচ্ছে। তারা বিসিডিএসকে ধ্বংস করার জন্য ব্যবসায়িক কমিশন কমানো, কেমিস্টদের মধ্যে বিভক্তিকরণ, ফার্মাসিস্ট কোর্স বন্ধ রেখে ওষুধ ব্যবসাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।