সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গতকাল কলকাতার জয়ের ম্যাচে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন সুনিল নারাইন। কলকাতা নাইট রাইডার্সের এই স্পিনিং অল-রাউন্ডার গতকাল ৪ ওভারে ৩০ রান দিয়ে কামিন্দু মেন্ডিসের উইকেট ঝুলিতে পোরেন। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এটা ছিল তার ২০০তম উইকেট।
ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো একটি দলের হয়ে দুইশ বা ততোধিক উইকেট নেওয়ার কীর্তি বিশ্বে আছে মাত্র দুইজনের। প্রথমজন সামিত প্যাটেল। বাঁহাতি এই ইংলিশ স্পিনিং অল-রাউন্ডার নটিংহ্যামশায়ারের হয়ে ২০৮ উইকেট শিকার করেছেন। সামিতের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন নারাইন।
সামিত আর নারাইনের কাঁধে নিশ্বাস ফেলছেন আরও তিন বোলার। হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন বাঁহাতি ইংলিশ পেসার ক্রিস উড। ১৯৫ উইকেট নিয়ে চারে মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এছাড়া গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নিয়ে পাঁচে আছেন ইংলিশ পেসার ডেভিড পেইন।
নারাইনের দুইশ উইকেটের সবগুলো অবশ্য আইপিএলে নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরে ১৮০ ম্যাচ খেলে ১৮২ উইকেট নিয়েছেন নারাইন। একই দলের হয়ে বাকি ১৮টি উইকেট নিয়েছেন অধুনালুপ্ত চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। ২০১২ সালে আইপিএল শুরুর সময় থেকে নারাইন এই একটি দলের হয়েই খেলছেন।