বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

অবৈধভাবে মাটি বিক্রি করায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পিএম

নাটোরের সিংড়ায় অবৈধভাবে মাটি বিক্রি করার অপরাধে মো. মোজাফফর নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৬ এপ্রিল) বিকেল ৫টায় চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া এলাকায় সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। 

সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার জানান, রবিবার বিকেলে উপজেলার তেরবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি বিক্রি করার অভিযোগে একজনকে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারার লংঘন এবং ১৫ ধারায় শাস্তি অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। তৎক্ষণাৎ তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত