মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আনচেলত্তি কি এবার ব্রাজিলের কোচ হবেন?

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১০:১৩ এএম

সেই ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে চাইছে ব্রাজিল। কিন্তু রিয়াল মাদ্রিদের এই কোচ খুব একটা আগ্রহ দেখাননি। তবে সাম্প্রতিক সময়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার একটা আগ্রহ তার মাঝে লক্ষ্য করা গেছে। এর পেছনে রিয়াল মাদ্রিদের বিবর্ণ পারফর্মেন্সও দায়ী। আর্সেনালের কাছে হারের পর আনচেলত্তির চাকরিও চলে যাওয়ার গুঞ্জন চলছে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের কাছে ৩-০ গোলে হারে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এরপর গত রাতে নিজেদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ হেরেছে ২-১ গোলে। আর্সেনাল উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। আগে থেকেই শোনা যাচ্ছিল, আর্সেনালের কাছে হারলে আনচেলত্তির চাকরি যেতে পারে। রিয়াল কোচও মানসিকভাবে প্রস্তুত আছেন।

বুধবার রাতের ম্যাচ শেষে নিজের চাকরির বিষয়ে আনচেলত্তি বলেন, ‘কোচ বদলের সিদ্ধান্ত ক্লাব নিতে পারে, হতে পারে এই বছর অথবা পরের বছর যখন আমার চুক্তির মেয়াদ শেষ হবে, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি যখন এখান থেকে বিদায় নেব, তখন ক্লাবকে শুধু ধন্যবাদই দিয়ে যাব। এটা আগামীকাল হতে পারে, ১০ দিনের মধ্যে, এক মাস পরে বা এক বছর পরে,  কিন্তু আমি শুধু ক্লাবকে ধন্যবাদই জানাব। আমার চুক্তি শেষ হচ্ছে কি না, সেটা আমার কাছে কোনো বিষয় না।’

এদিকে গুঞ্জন আছে, অনেক আগে থেকেই ব্রাজিলের কোচ হওয়ার জন্য আনচেলত্তিকে রাজি করানোর চেষ্টা করে যাচ্ছেন দুইবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল কিংবদন্তি রোনালদো। এই বিষয়ে গত ২৮ মার্চ আনচেলত্তি বলেছিলেন, ‘ব্রাজিল, তাদের খেলোয়াড় ও সমর্থকদের প্রতি আমার অনেক ভালোবাসা। রোনালদোর সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে কিনা, মনে নেই। আমরা অন্য অনেক বিষয় নিয়েই কথা বলি, দেখা করি, অনেক কথা হয় আমাদের, তবে এই বিষয় নিয়ে নয়।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত