রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় অতিরিক্ত ১ কোটি ২৭ লাখ মার্কিন ডলার (১২.৭ মিলিয়ন ডলার) দিচ্ছে সুইডেন। এই অর্থ বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করতে ব্যয় করা হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার সুইডিশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সুইডেন দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা সংকটে অন্যতম প্রধান আন্তর্জাতিক সহায়তাকারী দেশ হিসেবে ভূমিকা রেখে আসছে। এর আগে ২০২৩ সালেও সুইডেন ৭.৬ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছিল, যা রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচ্ছন্ন জ্বালানি, পরিবেশ পুনর্বাসন ও স্থানীয় জনগণের সহনশীলতা বৃদ্ধিতে ব্যবহার করা হয়।
জাতিসংঘের নেতৃত্বে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রায় ৯৩৪.৫ মিলিয়ন ডলার সহায়তা চাওয়া হয়েছে, যা বাংলাদেশে অবস্থানরত প্রায় ১৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জরুরি চাহিদা মেটাতে প্রয়োজন।
সুইডেনের এই নতুন সহায়তা রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব পালনে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।