বোলার বল করেছেন, সেটা ব্যাটারের ব্যাট ছুঁয়ে জমা পড়েছে কভারে থাকা ফিল্ডারের হাতে। বৈধ বল হলেও আম্পায়ার আউট দেননি মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটার রায়ান রিকেলটনকে। গতকাল বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ানস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে ঘটেছে এই ঘটনা। এই একটি সিদ্ধান্তে মুম্বাই ইন্ডিয়ান্সের ভাগ্য ফিরিয়ে দেয়। ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় হার্দিক পান্ডিয়ার দল।
হায়দরাবাদের করা ১৬২ রান তাড়ায় নেমে জিসান আনসারির করা সপ্তম ওভারের পঞ্চম বলটি খেলতে গিয়ে গড়বড় করে ফেলেন মুম্বাইয়ের রায়ান রিকেলটন। বল সোজা কভারে দাঁড়িয়ে থাকা প্যাট কামিন্সের হাতে চলে যায়। ক্যাচ ধরতে ভুল করেননি হায়দরাবাদের অধিনায়ক। আউট হয়ে ডাগ-আউটের দিকে হাঁটা শুরু করেন রিকেলটন। তারপরই শুরু হয় নাটক।
রিকেলটনকে অপেক্ষা করার নির্দেশ দেন থার্ড আম্পায়ার। তারপর রিপ্লেতে দেখা যায়, রিকেলটন যখন শট খেলেছেন, তখন উইকেটকিপার হাইনরিখ ক্লাসেনের গ্লাভস ছিল স্টাম্পের সামনে! ক্রিকেটের নিয়মানুযায়ী, ব্যাটার শট আগে পর্যন্ত উইকেটরক্ষককে গ্লাভস উইকেটের পেছনে রাখতে হয়। তাই আপাতদৃষ্টিতে বলটি বৈধ হলেও ক্লাসেনের শিশুতোষ ভুলের কারণে নো-বল ডাকেন আম্পায়ার।
এভাবেই বেঁচে যান রিকেলটন। সেই সময় তার রান ছিল ১৯ বলে ২২। অবশ্য হর্ষল প্যাটেলের করা পরের ওভারেই তিনি আউট হয়ে যান। এর আগে করেন ৩১ রান, যা মুম্বাইয়ের জন্য প্রয়োজনীয় ছিল। ওই সময় তিনি আউট হলে মুম্বাই চাপে পড়ে যেত। চলতি আসরেই লখনৌ সুপার জায়ান্টসের আয়ুষ বাদানিকে স্টাম্পিং করেছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে নিশ্চিত হয়েছিলেন যে, ধোনির গ্লাভস উইকেটের পেছনেই ছিল।