বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

উত্তরায় আ. লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, ছাত্র-জনতার ক্ষোভ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম

রাজধানী উত্তরায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ঝটিকা মিছিল করেছে। শুক্রবার ভোরে তারা এই ঝটিকা মিছিল করে। এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যায়, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন মিছিলে নেতৃত্ব দেয়। এছাড়াও পোস্টে দাবি করা হয়।

ঢাকা-১৮ আসনের তৃণমূল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন মিছিলে অংশগ্রহণ করে। সেখানে দাবি করা হয়, মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক র‌্যাব-১ এর কার্যালয় সামনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এমন কোনো ঘটনাই র‌্যাব-১ এর কার্যালয়ের সামনে হয়নি। পুলিশ প্রশাসন ধারণা করছে, শুক্রবার ভোরের দিকে ২০-৩০ জন এয়ারপোর্ট ফ্লাইওভারের নিচে এ ঝটিকা মিছিল আয়োজন করে।

এ নিয়ে উত্তরায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। জুলাই আন্দোলনে যুদ্ধক্ষেত্র উত্তরায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অপতৎপরতা অনেকে মেনে নিতে পারছে না।

সাধারণ জনগণ বলছে, কিছুদিন ধরে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে আসছে। এর ভেতর উত্তরাতে তারা ঝটিকা মিছিল করেছে। যা অত্যন্ত ভয়ের। তারা তাদের নিজের শক্তি জানান দেওয়ার জন্যই এ ধরনের পরিস্থিতি তৈরি করছে। প্রশাসনের উচিত আরও সতর্ক হওয়া। না হয় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

জুলাই বিপ্লব চলাকালে উত্তরা হটস্পট ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধারায় যেখানে শত শত মানুষ মৃত্যুবরণ ও পঙ্গুত্ব বরণ করেছে। তারা কোনোমতে সুযোগ পেলে বহু মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। 

অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও সকালে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে শুক্রবার বিএনএস সেন্টার সামনে বিকেলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। সময় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রজনতা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় শত শত মানুষ। 

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, শুক্রবার ভোরের দিকে এয়ারপোর্ট ওভারব্রিজে নিচে ২০-৩০ জন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের লোকজন ঝটিকা মিছিল করেছে। আমার সোশ্যাল মিডিয়াতে দেখেছি। সঙ্গে সঙ্গে আমরা জায়গাটি নির্ধারণ করার চেষ্টা করেছি এবং সেখানে থাকা আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এর পাশাপাশি যারা এখানে অংশ নিয়েছেন তাদেরকেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি। এর ভেতরে যে খবর পেলাম তারা কেউ উত্তরায় বসবাস করে না। অধিকাংশই টঙ্গী গাজীপুর এলাকায় থাকে। 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আমাদের অভিযান চলমান রয়েছে। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে প্রত্যেকেই আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত