মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘খেললেই জিম্বাবুয়ে বুঝবে নাহিদ কত গতিতে বল করে’

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৪০ পিএম

সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচিত বাংলাদেশের ক্রিকেটার নাহিদ রানা। সর্বশেষ পাকিস্তান সফর থেকেই তাকে নিয়ে পুরো ক্রিকেট বিশ্বে আলোড়ন শুরু হচ্ছে। এই পেসারের গতি নিয়ে প্রশংসা করেছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তিরাও। জিম্বাবুয়ে সিরিজের আগেও নাহিদকে নিয়ে আলোচনা থেমে নেই।

শুক্রবার জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামসকে নাহিদকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। নাহিদকে মোকাবিলা করতে মেশিনে তারা এর চেয়েও বেশি গতির বলে অনুশীলন করেছেন বলে জানিয়েছিলেন। মূলত তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশের এই পেসারকে নিয়ে আলাদা করে কিছু ভাবছেন না তিনি।

তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া, জিম্বাবুয়ের বিপক্ষেও গতির ঝড় তুলবেন নাহিদ। এই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘কালকে ম্যাচে নাহিদ যখন বল করবে, আর প্রতিপক্ষ যখন ব্যাট করব—তাদের শরীরী ভাষা দেখলেই আপনি বুঝতে পারবেন নাহিদ রানা কত জোরে বল করে এবং সে কতটা অসাধারণ।’

এখন পর্যন্ত ৬ টেস্টের ক্যারিয়ারে ২০ উইকেট শিকার নাহিদ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে এখনও কোনো টেস্ট খেলার অভিজ্ঞতা হয়নি তার। সিলেটে এর আগে একটি ম্যাচই খেলেছেন নাহিদ। শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৫ উইকেট নিয়েছেন তিনি।

সিলেট টেস্টে নাহিদের প্রতি প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘আমি সব সময়, প্রথম দিন থেকে—আমি তাকে (নাহিদ) আগে থেকেই চিনি, যেহেতু ও আমাদের রাজশাহী বিভাগ থেকে খেলেছে। যখন একাডেমিতে প্র্যাকটিস করত তখন থেকেই চিনি। সব সময় ওকে একটা মেসেজই দেওয়া হয়েছে, যেন ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে। এখন পর্যন্ত এই মেসেজটা ক্লিয়ার। আমি আশা করব, আগামীকাল যদি ওর খেলার সুযোগ আসে, তাহলে ও যেন ১৪০-এর বেশি গতিতে বল করে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত