বর্তমান আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অবস্থা সঙ্গীন। চলতি আসরের ৮ ম্যাচ খেলে ৫টিতেই তারা হেরেছে। পয়েন্ট তালিকায় ৭ নম্বরে থাকা কলকাতার জন্য প্লে অফে ওঠা এখন খুবই কঠিন। গতকাল ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের কাছে ৩৯ রানে হারের পর সমীকরণ আরও কঠিন হয়ে গেছে।
আইপিএলের প্লে-অফে উঠতে হলে অন্তত ১৬ পয়েন্ট প্রয়োজন। কিন্তু তিন ম্যাচ জিতে কলকাতার পয়েন্ট মাত্র ৬। সুতরাং, সাধারণ হিসেবে বাকি ছয় ম্যাচের অন্তত ৫টিতে জিততেই হবে নাইটদের। এরপর আসবে নেট রানরেটের প্রশ্ন। কারণ, আইপিএলে বহুবার দেখা গেছে যে, ১৬ পয়েন্ট নিয়েও প্লে-অফে ওঠা নিশ্চিত করা যায়নি। এখন কলকাতা নাইট রাইডার্সের রানরেট -০.৬৩৩। চতুর্থ স্থানে থাকা পাঞ্জাব কিংসের (০.১৭৭) চেয়ে অনেকটাই কম।
কলকাতা যদি তাদের বাকি ৬টি ম্যাচই জিতে নেয় তাহলে সর্বোচ্চ ১৮ পয়েন্ট অর্জন করবে। এমনটা করতে পারলে তাদের প্লে-অফে ওঠার সুযোগ একটু বেশি থাকবে। অতীতে যদিও প্রথম দিকে পর পর হেরে যাওয়া দলও ঘুরে দাঁড়িয়েছে। প্লে-অফে উঠে ফাইনাল খেলে চ্যাম্পিয়নও হয়েছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বর্তমান পারফরমেন্সের যা অবস্থা, তাতে তাদের প্লে অফে ওঠার আশা করাটা কঠিন।