শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

চার অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা, ১ নম্বর সংকেত

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১৮ এএম

রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।  

আজ বুধবার সকালে অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানান।

তিনি জানান, সকাল ৯টার মধ্যে উল্লিখিত অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত