ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ জয় তুলে নিল আল নাসর। মঙ্গলবার রাতে দামাকের বিপক্ষে আল নাসর জিতেছে ৩-২ ব্যবধানে। আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইয়োকোহামা এফ মারিনোসের বিপক্ষে খেলার আগে ৪০ বছর বয়সী এই খেলোয়াড়কে বিশ্রাম দিতে চেয়েছিলেন স্টেফানো পিওলি।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১৮ মিনিটেই দামাকের হয়ে গোল করেন রামজি সোলান। তবে তাদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৫ মিনিটেই ম্যাচে সমতা ফেরান আয়মেরিক লাপোর্তে। এরপর ৭০তম মিনিটে আলী আলহাসান আল-নাসরকে এগিয়ে দেন, কিন্তু নিকোলাই স্ট্যানসিউর গোলে দামাক খেলায় ফিরে আসে। অবশেষে ৯৪ মিনিটে জয়সূচক গোলটি করেন সুলতান আল-ঘান্নাম।
এই গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানীয় আল-ইত্তিহাদের সাথে ব্যবধান কমিয়ে আট পয়েন্টে নিয়ে এলো আল নাসর। এখন চতুর্থ স্থানে থাকা আল-আহলির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। এই জয়ের ফলে আগামী মৌসুমের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগের স্থান নিশ্চিত করার দৌড়ে এখনও টিকে রইলেন রোনালদোরা।