মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ভারতে বন্ধ পিএসএল সম্প্রচার; স্কোর দেখা যাবে না ক্রিকবাজে

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০১:০৭ পিএম

কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মাঝে এখন তীব্র উত্তেজনা চলছে। উভয় দেশই একে অন্যের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার ভারতে বন্ধ হয়ে গেল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার। ‘ফ্যানকোড’ নামের একটি প্রতিষ্ঠান ভারতে পিএসএল সম্প্রচার করছিল।

গত মঙ্গলবার ভারত অধ্যুষিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয়সহ মোট ২৬ জন নিহত হন। এর পেছনে পাকিস্তানকে দায়ী করেছে ভারত। কাশ্মীর হামলার প্রতিবাদে ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ করে দিয়েছে ফ্যানকোড। গতকাল রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচ তারা সম্প্রচার করেনি। এমনকী পিএসএলের পুরোনো ভিডিওগুলোও তারা মুছে ফেলেছে।

শুধু ফ্যানকোডই নয়, কাশ্মীর হামলার প্রতিবাদে সামিল হয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’। ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন ক্রিকবাজ পিএসএলের সূচি, স্কোরকার্ড, ধারাবিবরণী থেকে শুরু করে ২০২৫ পিসিএলসংক্রান্ত যাবতীয় তথ্য সরিয়ে নিয়েছে। ভারতে পিএসএল সম্প্রচার বন্ধের ঘোষণায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

এই হামলার পর পিএসএল সম্প্রচারের দায়িত্বে থাকা ভারতীয়দের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, উভয় দেশই একে অন্যের নাগরিকদের ভিসা বাতিল করেছে। রাজনৈতিক কারণে এক যুগ ধরেই ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই দেখা যায় না। শুধু আইসিসি আর এসিসির টুর্নামেন্টে দুই দল মুখোমুখি হয়। তবে বৈশ্বিক ও আঞ্চলিক আসরেও যাতে পাকিস্তানের বিপক্ষে খেলতে না হয়- সে বিষয়ে উদ্যোগ নিতে যাচ্ছে বিসিসিআই।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত