তাওহীদ হৃদয়ের শাস্তি ঘিরে গত কয়েকদিন তোলপাড় হয়ে গেছে দেশের ক্রিকেটে। ঘটেছে একের পর এক নাটকীয় ঘটনা। শেষ পর্যন্ত গতকাল শুক্রবার বিসিবিতে দফায় দফায় বৈঠক শেষে হৃদয়ের শাস্তি এক বছর স্থগিত করার হয়। কিন্তু শাস্তি স্থগিতের পরদিন আবারও শাস্তি পেয়েছেন এই তরুণ ব্যাটসম্যান!
আজ শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছিল হৃদয়ের আবাহনী। ব্যাট হাতে শেষ ওভারে নাসুম আহমেদের বীরত্বে মোহামেডান ৪ উইকেটে জিতে যায়। মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয় ৫৪ বলে করেন ৩৭ রান। আউট হওয়ার পর বিরক্তি প্রকাশ করায় ফের শাস্তি পেলেন জাতীয় দলের এই ডানহাতি ব্যাটার।
ক্যাচ দিয়ে আউট হওয়া হৃদয় ক্রিজে দাঁড়িয়ে হতাশার সঙ্গে আম্পায়ারের দিকে তাকিয়ে হাত দিয়ে ইঙ্গিত করে কিছু বলছিলেন। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তষ্ট প্রকাশ করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাথে নামের পাশে যোগ হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট। এতে সর্বমোট ৮ ডিমেরিট পয়েন্ট হওয়ায় হৃদয় চার ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন। তাই আবাহনীর বিপক্ষে ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ তার খেলা হচ্ছে না।