শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন, পুড়ল ৩ দোকান

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৯:০৭ এএম

ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে পুড়ে গেছে তিনটি দোকান। গতকাল রবিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, বাজারে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ‘লোকজন আমাদের সহযোগিতা করলেও অনেক উৎসুক জনতা অগ্নিনির্বাপণে বিঘ্ন ঘটিয়েছে। পরিস্থিতি সামাল দিতে মোহাম্মদপুর থানা পুলিশের সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন।’

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল ‘আল মদিনা স্টোর’, যেখানে বেডিং ও পর্দা বিক্রি হতো। দোকানটির মালিক ফারজানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, ‘সব পুড়ে গেছে। আমাদের জীবিকার একমাত্র উৎস ছিল এই দোকান।’ তার পরিবার এই দোকানের আয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল।

‘আল মদিনা স্টোর’-এর পাশের আরও দুটি দোকানও আগুনে পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর অবস্থাও অত্যন্ত শোচনীয়।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত