মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পাকিস্তানে শান্তি কমিটির বৈঠকে বোমা হামলা, নিহত ৭

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ এএম

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে স্থানীয় শান্তি কমিটির অফিসে এ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছে, শাকাই তহসিল শান্তি কমিটির একটি বৈঠক চলাকালে এ বিস্ফোরণ ঘটে। বৈঠকের সভাপতিত্ব করছিলেন কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি আত্মঘাতী ছিল নাকি রিমোট কন্ট্রোলড, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা উসমান খান বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় উপজাতীয় প্রবীণ সাইফুর রহমান তার অতিথিশালায় জিরগা (সভা) করছিলেন, এমন সময় হঠাৎ করে বোমা বিস্ফোরণ ঘটে। এতে অন্তত সাতজন প্রাণ হারান এবং ২১ জন আহত হন। আহতদের মধ্যে শান্তি কমিটির সদস্যরাও রয়েছেন, যাদের তাৎক্ষণিকভাবে ওয়ানার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানিয়েছে, বৈঠকের সভাপতি সাইফুর রহমান গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে এবং তদন্তকারীরা প্রমাণ সংগ্রহে ব্যস্ত রয়েছেন। বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণে তদন্ত চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরণের পর ওয়ানা বাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার জানিয়েছেন, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

এদিকে স্থানীয় প্রবীণ মালিক নূর ইসলাম বলেন, ‘আমরা অনেক ত্যাগ স্বীকার করে এই এলাকায় শান্তি ফিরিয়েছি। এ ধরনের ঘটনা আমাদের পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

প্রসঙ্গত, পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরেই এসব শান্তি কমিটিকে সহায়তা দিয়ে আসছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের এলাকা রক্ষার জন্য গঠিত এসব কমিটির অনেকগুলো ভেঙে দেওয়া হলেও শাকাই শান্তি কমিটি এখনো সক্রিয় ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত