চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে দিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম আর এনামুল হক বিজয়ের ব্যাটে ২৬ ওভারেই ১০৫ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গেছে টিম টাইগার। ফিফটি তুলে নিয়েছেন সাদমান, অন্যদিকে বিজয়ও ভালো ব্যাট করছেন। বাংলাদেশ এখন পিছিয়ে আছে ১২২ রানে।
১২ ইনিংস পর বাংলাদেশের উদ্বোধনী জুটি পঞ্চাশ পেরিয়ে গেছে। আর ৩২ ইনিংস পর তিন অংক ছুঁয়েছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৯১ বলে ৬৬ রানে অপরাজিত আছেন সাদমান। আর ৬৫ বলে ৩৮ রান করেছেন এনামুল। এই দুজনকে থামাতে ২৫ ওভারের মধ্যেই ৫ বোলারকে ব্যবহার করতে হয়েছে সফরকারীদের।
আজ মঙ্গলবার দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে আউট করে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টানেন তাইজুল ইসলাম। এর মাধ্যমে তিনি প্রথম ইনিংসে ৬০ রানে নিলেন ৬ উইকেট। আরেক স্পিনার নাঈম হাসান নিয়েছেন ২টি। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে আছে দুটি ফিফটি। ১৬৬ বলে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেছেন শন উইলিয়ামস। এছাড়া তিনে নেমে নিক ওয়েলচ খেলেছেন ১৩৩ বলে ৫৪ রানের ইনিংস।