ট্রেবল জয়ের রেকর্ড দুবার আছে বার্সেলোনার। ২০০৮-০৯ ও ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল (লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে) জিতেছিল কাতালান ক্লাবটি। এর মধ্যে ২০০৯ এ এক বছরে বার্সেলোনা জিতেছিল মোট ৬ শিরোপা।
২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনায় ছিলেন মেসি, জাভি, ইনিয়েস্তারা। ২০১৪-১৫ ট্রেবল জয়ের সময় মেসির সঙ্গে ছিলেন নেইমার ও সুয়ারেজ। বার্সেলোনার দুই ট্রেবল জয়ের সময়টাকে বলা হতো 'বার্সা যুগ'।
আবারও কাতালান ক্লাবটির সামনে সুযোগ ট্রেবল জয়ের। এরই মধ্যে কোপা দেল রে শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। লা লিগাতেও ৫ রাউন্ড বাকি থাকতে শীর্ষ আছে। আর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তারা খেলবে ইন্তার মিলানের বিপক্ষে। বর্তমানে বার্সেলোনাতে আছেন লেভানডফস্কি, রাফিনহা, লামিন ইয়ামাল, পেদ্রি, গাভি। তবে বার্সেলোনা অ্যাকাডেমি থেকে উঠে আসা সবচেয়ে আলোচিত নামটা এখন ইয়ামাল।
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বুধবার রাতে ইন্তার মিলানের মুখোমুখি হবে বার্সা। তার আগে আজ সংবাদ সম্মেলনে এসে ইয়ামাল জানালেন, তিনি 'বার্সা যুগ' ফিরিয়ে আনতে চান।
ইন্তারের বিপক্ষে ম্যাচ নিয়ে ইয়ামাল বলেন, 'আমরা খুবই উৎফুল্ল কারণ আমাদের অনেকেরই এটি প্রথম চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল। আমরা ফাইনালে যেতে চাই আর তার জন্য সব উজাড় করে দেব।'
বার্সা অ্যাকাডেমিতে গড়ে উঠেছেন ইয়ামাল। এ নিয়ে কথা বলতে যেয়ে বলেন, 'আমরা সব কিছু উজাড় করে দেব কেননা এই শার্ট (বার্সার জার্সি) গায়ে জড়ানোর মূল্য আমরা বুঝি। আমরা এখানেই (লা মেসিয়া অ্যাকাডেমি) বড় হয়েছি। আমি আশা করি এটি লামিন ইয়ামাল যুগ নয় বার্সা যুগ হবে।'
বার্সেলোনা সবশেষ যেবার চ্যাম্পিয়নস লিগ (২০১৫) জিতেছিল মেসি খেলেছেন রাইট উইংয়ে। ইয়ামালও রাইট উইং এই খেলে থাকেন। তবে ইয়ামাল নিজেকে মেসির সঙ্গে তুলনায় যেতে রাজি নন।
এক প্রশ্নের জবাবে ইয়ামাল বলেন, 'আমি মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় মনে করি তবে তার সঙ্গে নিজেকে তুলনা করি না। আমি নিজেকে কারও সঙ্গে তুলান করি না মেসির সঙ্গে তো একদমই না।'