বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আমি পারলেও পরিবার মেনে নিতে পারে না: শ্রাবণ

আপডেট : ০১ মে ২০২৫, ১১:৩০ এএম

সদ্যই ফেডারেশন কাপের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। আর এই জয়ের অন্যতম নায়ক হলেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। শিরোপা জয়ের আনন্দের পাশাপাশি এই গোলকিপারকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। কারণ তার বিরুদ্ধে অভিযোগ- প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার পেছনে নাকি তিনিই দায়ী!

কিছুদিন আগে দেশের একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে যে- শ্রাবণের সঙ্গে ঝামেলার কারণেই দল থেকে বাদ পড়তে হয় ফাহমিদুলকে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়ে আসছেন শ্রাবণ। ফুটবল সমর্থকেরা এই ইস্যুতে বিক্ষোভ পর্যন্ত করেছেন। গত ২১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে ফাহমিদুল জানান, এই অভিযোগ ঠিক নয়।

এরপরও সাইবার বুলিং থামছে না। এবার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন শ্রাবণ, ‘ভিত্তিহীন বিষয় নিয়ে আলোচনা করা ঠিক না আসলে। একটি ঘটনা যাচাই-বাছাই না করে কোনো কিছু বলা ঠিক নয়। এটার প্রভাব আসলে মাঠেও পড়ে। আপনি তখন পুরোপুরি মনোযোগী থাকতে পারেন না।’

শ্রাবণ নিজে পেশাদার ফুটবলার, তাই সমর্থকদের বুলিং, কটুক্তি তিনি পেশাদারিত্ব দিয়ে সামাল দেন। কিন্তু তার পরিবারের সদস্যরাই এর মুল ভূক্তভোগী হয়। শ্রাবণের ভাষায়, ‘এগুলো আমি মেনে নিতে পারি। কিন্তু পরিবারের লোকজন যখন এগুলো দেখেন, তখন তারা এসব মেনে নিতে পারেন না। এর প্রভাব অবশ্যই পড়ে। এগুলো কাটিয়ে ওঠার উপায় হলো, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত