নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আস্তাফিড নামের একটি প্রতিষ্ঠান ও তার ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বাবুকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।
উপজেলার নোয়াগাও ইউনিয়নের আস্তাফিডের কনফারেন্স হলে বৃহস্পতিবার (১ মে) দুপুরে এ সংবাদ সম্মেলনে আস্তাফিডের ব্যবস্থাপনা পরিচালক লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ১০ বছর পূর্ব হতে নোয়াগাও ইউনিয়নের চরকামালদী এলাকায় আস্তাফিড নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলি।
সম্প্রতি কিছু ভূমি দস্যু ও কুচক্রী মহল সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য প্রদান করে সংবাদ প্রকাশ করিয়া প্রতিষ্ঠান ও আমার সুনাম নষ্টের চেষ্টা করছেন। যাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পাশাপাশি তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান।