মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ব্রাজিলের কোচ হতে গিয়ে মহা সমস্যায় আনচেলত্তি

আপডেট : ০২ মে ২০২৫, ১১:৩২ এএম

কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে সেই কাতার বিশ্বকাপের পর থেকেই চেষ্টা করে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। শুরুতে এই ইতালিয়ান কোচ রাজি না হলেও এখন পরিস্থিতি বদলেছে। রিয়াল মাদ্রিদের ব্যর্থতার কারণে চাকরি হারাতে পারেন আনচেলত্তি। তাই সিবিএফের সঙ্গে তার যোগাযোগ বেড়েছে। লা লিগায় রিয়ালের শেষ ম্যাচ পর্যন্ত আনচেলত্তির জন্য  অপেক্ষা করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফ।

কয়েকদিন আগে জানা গিয়েছিল, আগামী জুনে রিয়ালের দায়িত্ব ছেড়ে জুনে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি। কিন্তু এরপরই শোনা যায় উল্টো খবর। আনচেলত্তি ব্রাজিলে যেতে রাজি হওয়ায় কঠোর অবস্থান নেয় রিয়াল। ২০২৬ সালের জুনে রিয়ালে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষের আগেই তিনি চলে যেতে চাওয়ায় চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি হয়নি মাদ্রিদের ক্লাবটি।

ইএসপিএন জানিয়েছে, আনচেলত্তি যেভাবে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে অসন্তুষ্ট হয়েছে রিয়াল। তাই তারা কঠোর অবস্থান নিয়েছে। এরপরই নাকি পিছু হঠেন আনচেলত্তি। তবে ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়নি। তার আগে রিয়ালের সঙ্গে ঝামেলা মেটাতে হবে। দুই পক্ষের সমঝোতা হলে আনচেলত্তিকে তার পারিশ্রমিকের একটি শতকরা অংশ পরিশোধ করতে পারে রিয়াল। আর সিবিএফ তাকে ক্ষতিপূরণ দিতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত