মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

আপডেট : ০২ মে ২০২৫, ০৪:০৯ পিএম

আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ শুক্রবার গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে বাদ জুমা এই সমাবেশ শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভ সমাবেশের মঞ্চে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের রাস্তা মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে শুরু করেছেন।

মঞ্চ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতা মশিউর রহমান বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না- এই সিদ্ধান্ত গত ৫ আগস্ট হয়ে গেছে৷

আরেক কেন্দ্রীয় নেতা আবু সাঈদ মূসা বলেন, আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে এনসিপি তাদের রাজপথে মোকাবিলা করবে।

কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, দল হিসেবে আওয়ামী লীগ এবং খুনি হাসিনা ও তার দোসরদের বিচার অবশ্যই হতে হবে৷ এই দাবি আদায়ে এনসিপি মাঠে আছে, থাকবে৷

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত