পহেলগাঁওয়ে হামলার পর থেকে অধিকৃত জম্মু-কাশ্মীরের বাড়িঘরে অভিযান ও তল্লাশি চালাচ্ছে ভারতীয় বাহিনী। অভিযানে ভারতীয় বাহিনী এ পর্যন্ত দুই হাজারেরও বেশি কাশ্মীরিকে গ্রেপ্তার এবং বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করেছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২ মে) শ্রীনগরের বিভিন্ন এলাকার এক ডজনেরও বেশি বাড়িতে অভিযান চালানো হয়।
কাশ্মীর মিডিয়া সার্ভিস জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নির্দেশে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (ইউএপিএ) অধীনে ভারতীয় পুলিশ তাদের অভিযান অব্যাহত রেখেছে।
তল্লাশি অভিযানের সময় ভারতীয় বাহিনী বাসিন্দাদের কাছ থেকে বাড়ি ও ব্যাংকের নথি, মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস জব্দ করে।
অল পার্টিজ হুরিয়ত কনফারেন্সের (এপিএইচসি) মুখপাত্র অ্যাডভোকেট আব্দুল রশিদ মিনহাস ভারতীয় নিরাপত্তা বাহিনীর তল্লাশি, বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।
তিনি অধিকৃত অঞ্চলের পরিস্থিতির বিষয়ে অবিলম্বে নজর দিতে এবং কাশ্মীর বিরোধের সমাধান করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতীয় সেনা ও আধাসামরিক বাহিনী উপত্যকা জুড়ে অভিযান জোরদার করে। বাড়িতে বাড়িতে চলছে অভিযান ও নির্বিচারে গ্রেপ্তার।