মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

আপডেট : ০৩ মে ২০২৫, ০৫:৩৬ পিএম

রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অজ্ঞাতনামা (১৪) এক কিশোর।
 
শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। আর আহত কিশোরকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ঢাকা মেডিকেলে পথচারী মো. শাকিল জানান, দুপুরে খিলক্ষেত রেললাইনে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের একজন মারা গেছেন আর অন্যজন কাতরাচ্ছে। তখন আহত ওই কিশোরীকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 

এদিকে ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, বেলা পৌনে ৩টার দিকে কমলাপুরগামী সুরমা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক ঘটনাস্থলে মারা যান। যার বয়স হবে আনুমানিক ২৫ বছর। তার পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় এক কিশোর আহত হয়েছেন। পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। তারও পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত