বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রাজশাহী স্টেশনে বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:২৮ এএম

রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেসটি সকালবেলায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটি রাজশাহী স্টেশন এলাকায় প্রবেশ করার সময় হঠাৎ একটি বগির চাকা ভেঙে পড়ে, ফলে সেটি লাইনচ্যুত হয়ে পড়ে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ট্রেনের যাত্রী মনি মিয়া। তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি আসছিল। প্রায় প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে, এমন সময় বিকট শব্দ শুনি। ছুটে গিয়ে দেখি একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে। বগি থেকে যাত্রীরা নেমে যায়, এরপর রেলওয়ের কর্মীরা এসে পৌঁছায়। ধারণা করছি, ট্রেনটি ছাড়তে দেরি হবে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ‘রেলস্টেশনে বনলতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আমি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত