বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

গাজায় হামলা তীব্র করতে ইসরায়েলের নতুন পরিকল্পনা

আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:৫৯ এএম

ইসরায়েল গাজার অভিযানের পরিসর বাড়াতে এবং তা আরও তীব্র করতে হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রণাধীন গাজায় আক্রমণের সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতভাবে অনুমোদন দিয়েছে। সোমবার (৫ মে) টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

এদিকে, হিব্রু মিডিয়ার সূত্রে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরই এই পরিকল্পনা বাস্তবায়ন করার বিষয়টি ভাবছে ইসরায়েল। হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে একটি যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি নিয়ে চুক্তি করার চেষ্টা অব্যাহত থাকবে।

ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির রোববার গাজায় হামলা বাড়ানোর জন্য হাজার হাজার রিজার্ভ সেনাকে তলবের নির্দেশ দেন। তিনি বলেন, ‘এই সপ্তাহে আমরা গাজায় অভিযান সম্প্রসারণ এবং তীব্র করতে আমাদের রিজার্ভ সেনাদের খসড়া আদেশ পাঠাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো জিম্মি মুক্তি এবং হামাসকে পরাজিত করা।’

ইসরায়েলি সেনাপ্রধান আরও জানান, হামাসের সব কাঠামো ধ্বংস করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

গাজার আয়তন ৩৬৫ বর্গকিলোমিটার, যেখানে বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে ১৮৫ বর্গকিলোমিটার এলাকা রয়েছে, যা মোট ভূখণ্ডের প্রায় ৫০ শতাংশ। বিশ্লেষকরা মনে করছেন, গাজা দখলই ইসরায়েলের নতুন অভিযানের লক্ষ্য।

গত ১৮ মাসেরও বেশি সময় ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, যার ফলে গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া, লক্ষাধিক আহত এবং লাখ লাখ ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত