মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নারায়ণগঞ্জ

আলোচিত হকার হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন 

আপডেট : ০৬ মে ২০২৫, ০১:৪১ পিএম

নারায়ণগঞ্জের আলোচিত হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ মে) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া ৫ জনের উপস্থিতিতে ও একজনের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইকবাল ওরফে ডাক্তার, স্বপন, সায়মন, সানি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাসেল ও হাসান। খালাসপ্রাপ্তরা হলেন- হকার নেতা আসাদ ও মহসিন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইকবাল আহমেদ মানিক জানান, হকার যুবায়ের হত্যা মামলায় আদালত ৪ জনকে মৃত্যদন্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

মামলার বাদী নিহতের মা মুক্তা ও বাবা আমজাদ হোসেন জানান, মামলার রায়ে তারা সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকরের দাবি জানান তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত