আইপিএলের চলতি আসরে ইতোমধ্যেই ৫৫টি ম্যাচ হয়ে গেছে, কিন্তু কোনো দলই প্লে অফে নিজেদের জায়গা পাকা করতে পারেনি। টুর্নামেন্ট থেকে তিনটি দল ইতোমধ্যেই ছিটকে গেছে। বাকি সাত দল শেষ চারে ওঠার লড়াই করছে। প্লে-অফ বাদ দিয়ে এবারের আইপিএলে আর মাত্র ১৫টি ম্যাচ বাকি। এবার দেখে নেওয়া যাক, কোন দলগুলো প্লে অফের দৌড়ে এগিয়ে আছে।
প্লে-অফে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। টেবিলের শীর্ষে থাকা বেঙ্গালুরু ১১ ম্যাচে পেয়েছে ১৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে পাঞ্জাব কিংস (১৫) এবং মুম্বাই ইন্ডিয়ান্স (১৪) আছে যথাক্রমে দুই এবং তিন নম্বরে। গুজরাট টাইটান্স ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে। আজ মঙ্গলবার গুজরাট বনাম মুম্বাই ম্যাচের জয়ী দল শীর্ষে পৌঁছে যাবে। কারণ এই দুই দলের নেট রানরেট বেঙ্গালুরুর চেয়ে বেশি।
বেঙ্গালুরু, গুজরাট আর পাঞ্জাবের প্লে-অফে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে লড়াইয়ে আছে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস। সবচেয়ে ভালো অবস্থানে থাকা দিল্লির পয়েন্ট ১১ ম্যাচে ১৩। তাদের হাতে আরও তিনটি ম্যাচ আছে। অন্যদিকে কলকাতা সর্বোচ্চ ১৭ পয়েন্ট আর লখনৌ সর্বোচ্চ ১৬ পয়েন্ট পর্যন্ত যেতে পারবে। তাই তারা প্লে অফের দৌড়ে অনেক পিছিয়ে আছে।
প্রথম চারটি দলের মধ্যে বেঙ্গালুরু ইতিমধ্যেই ১৬ পয়েন্ট পেয়ে গেছে। গুজরাট বা মুম্বাইয়ের মধ্যে একটি দলের সুযোগ আছে ১৬ পয়েন্টে পৌঁছে যাওয়ার। ১ পয়েন্ট পেলেই পাঞ্জাব পৌঁছে যাবে ১৭ পয়েন্টে। এই দলগুলি ১৬ পয়েন্ট পার করে গেলেই লখনৌয়ের প্লে-অফে ওঠার পথ বন্ধ হয়ে যাবে। দিল্লি এবং কলকাতাকেও নিজেদের সব ম্যাচ জেতার পর অপেক্ষা করতে হবে বাকি দলগুলির ফলাফলের ওপর।