মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ দোকানিকে জরিমানা

আপডেট : ০৬ মে ২০২৫, ০৬:০৯ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি
মুদি দোকানিকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। 

মঙ্গলবার (৬ মে) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসিফ আল আজাদ অভিযানে নেতৃত্ব দেন। তাকে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসিফ আল আজাদ জানায়, বাজারের বেশ কয়েকটি মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘রনি সাহা স্টোরকে ২ হাজার টাকা, ‘হাবু সাহা স্টোরকে ১ হাজার টাকা, ‘মোল্লা অ্যান্ড সন্স স্টোরকে ২ হাজার টাকা এবং ‘রাসেল রোমান ট্রেডার্স’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় দোকানিদের ক্রয় রশিদ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সবাইকে দোকানে পণ্যের মূল্য তালিকা টানানোর জন্য বলা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত