রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মুলারের বিদায় আর কেইনের ‘প্রথম’, শ্যাম্পেইন বৃষ্টিতে ভিজলেন

আপডেট : ১১ মে ২০২৫, ০৪:১২ পিএম

হ্যারি কেইনের মাথায় শ্যাম্পেইন ঢালছেন থমাস মুলার। পাশে উচ্ছ্বসিত সতীর্থরা, চারপাশে কনফেটির বৃষ্টি, গ্যালারিতে গর্জন—মিউনিখ যেন রূপকথার শহর! বিদায়ের ম্যাচে সব আলো নিজের দিকে টেনে নিলেন বায়ার্ন কিংবদন্তি থমাস মুলার।

শনিবার বুন্দেসলিগার শেষ হোম ম্যাচে বরুশিয়া মঞ্চেনগ্লাডবাখকে ২-০ গোলে হারানোর পর শুরু হয় চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ট্রফি উল্লাস। আর সেটির কেন্দ্রবিন্দু ছিলেন মুলার—যার জন্য এটাই ছিল বায়ার্নের হয়ে শেষ ঘরের মাঠে ম্যাচ। ম্যাচ শেষে অধিনায়ক ম্যানুয়েল নয়ার ট্রফি তুলে দেন মুলারের হাতে, তিনিই প্রথম উঁচিয়ে ধরেন ‘সালাদ বোল’ নামে পরিচিত শিরোপাটি।

৩৫ বছর বয়সী মুলার এই ম্যাচে খেলেছেন নিজের ৫০২তম বুন্দেসলিগা ম্যাচ, মাঠ ছেড়েছেন ৮৪তম মিনিটে। সেসময় সতীর্থদের আলিঙ্গন, গ্যালারির উচ্ছ্বাস, বিদায় জানিয়ে চুমু ছুড়ে দিয়েছেন ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়। মাঠের পাশে ফুল ও একটি বিশেষ ছবিও উপহার পেয়েছেন তিনি—যেখানে আঁকা তার জেতা সব ট্রফির স্মৃতি।

জীবনে প্রথমবার কোনো ট্রফি উচিয়ে ধরলেন হ্যারি কেইন। পাশে টমাস মুলার। ছবি: এক্স

ম্যাচ শুরুর আগে গ্যালারির একাংশে দেখা যায় বিশাল লাল-সাদা টিফো, যেখানে মুলারের ট্রফি উঁচিয়ে ধরা ছবি ও তার নামের বিশাল অক্ষরে লেখা ছিল, ‘২৫ বছর ধরে আমাদের রঙের জন্য সবকিছু!’ এমন ভালোবাসার মাঝে ক্লাব অফিসিয়ালরাও মুলারকে সম্মান জানান।

২০০০ সালে মাত্র ১০ বছর বয়সে টিএসভি প্যাহল থেকে বায়ার্নের যুব দলে নাম লেখান মুলার। ২০০৮ সালে ক্লিন্সমানের অধীনে অভিষেক, এরপর লুই ফন হালের অধীনে ২০০৯-১০ মৌসুমে স্থায়ী হন মূল দলে। এরপর তো শুধু ইতিহাস। ৭০০-এর বেশি ম্যাচে অংশ নিয়ে ২০০-র বেশি গোল ও ২০০-র বেশি অ্যাসিস্ট করেছেন। জিতেছেন রেকর্ড ১৩টি বুন্দেসলিগা শিরোপা।

বায়ার্ন এপ্রিলেই জানিয়েছিল, এবারই ক্লাবটির সঙ্গে শেষ মৌসুম কাটাচ্ছেন মুলার। যদিও তিনি থাকতে চেয়েছিলেন আরও, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তার উচ্চ বেতনের কারণে নতুন চুক্তি না করার সিদ্ধান্ত নেয়।

মুলারের বিদায়ী উৎসবের মাঝে আরও এক আবেগঘন মুহূর্ত—হ্যারি কেইনের প্রথম ট্রফি উদযাপন! ক্যারিয়ারজুড়ে বারবার শিরোপার কাছাকাছি গিয়ে ব্যর্থ হওয়া ইংল্যান্ড অধিনায়ক এবার অবশেষে পেলেন ট্রফির স্বাদ। দলীয় দ্বিতীয় গোলটিও ছিল তার, যা ছিল এবারের লিগে তার ২৫তম গোল। প্রথম গোলটি করেন মাইকেল অলিসে, যিনি কেইনের গোলেও অ্যাসিস্ট করেন।

উল্লেখ্য, আগের সপ্তাহেই বায়ার্ন তাদের রেকর্ড-বর্ধিত ৩৪তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করে। তবে মুলারের বিদায়ঘণ্টা বাজানো এই ম্যাচটিই হয়ে থাকল আবেগঘন সমাপ্তি—এক কিংবদন্তির ২৫ বছরের ভালোবাসার অধ্যায় শেষ করে নতুন পথে যাত্রার শুরুর দিন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত