রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

অভিযান এখনো চলছে, জানাল ভারতীয় বিমান বাহিনী

আপডেট : ১১ মে ২০২৫, ০২:৩৫ পিএম

‘অপারেশন সিন্দুরে’র অধীনে নির্ধারিত কাজগুলো নির্ভুল ও পেশাদারভাবে সম্পন্ন করেছে ভারতীয় বিমান বাহিনী—এমনটাই জানিয়েছে তারা এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে। তবে বর্তমানে অভিযান অব্যাহত থাকায় বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে। খবর: বিবিসি

আজ রবিবার দুপুরে প্রকাশিত এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী লিখেছে, ‘অপারেশন সিন্দুরে আওতাভুক্ত সব দায়িত্ব নিখুঁত পরিকল্পনা ও বিচক্ষণতার সঙ্গে এবং জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্য রেখে সফলভাবে সম্পন্ন হয়েছে।’

তারা আরও জানায়, ‘অভিযান এখনও চলমান, তাই প্রয়োজনীয় তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সবাইকে অনুরোধ করা হয়েছে যেন যাচাই না করা তথ্য বা অনুমাননির্ভর কোনো কিছু প্রচার না করা হয়।’

উল্লেখ্য, কাশ্মীরের পহেলগামে হামলার পর ৬ ও ৭ মে মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কয়েকটি স্থানে বিমান হামলা চালায় ভারত। এরপর দুদেশের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করে।

পরবর্তীতে ভারত ও পাকিস্তান—উভয় দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার দাবি তোলে। তবে শনিবার সন্ধ্যায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত