মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আ.লীগের দুই নেত্রী গ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২৫, ০২:৫৩ পিএম

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মহিলা আওয়ামী লীগের দুই নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) উপজেলার সিমাবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন-  বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও ররোয়া মধ্যপাড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী মোমেনা খাতুন (৫৩), বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও শেরপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, ঘাসুরিয়া গ্রামের জাহাঙ্গীর ইসলামের স্ত্রী শিখা খাতুন (৪০)।

শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, গত ২৮ নভেম্বর শেরপুর উপজেলা বিএনপরি সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের দায়েরকরা মামলা তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাদে জেল হাজতে প্রেরণ করা হয়। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত