মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আইপিএল আবার শুরুর তোড়জোড়, দিনে দুটি করে ম্যাচ খেলার সম্ভাবনা

আপডেট : ১১ মে ২০২৫, ০৪:৪৪ পিএম

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরই আবারো মাঠে ফিরতে চলেছে আইপিএল। যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যাওয়া টুর্নামেন্ট ফের শুরুর জন্য জোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা—বিসিসিআই।

শুক্রবার আইপিএল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার পর মঙ্গলবারের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজিকে নিজ নিজ ভেন্যুতে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে বোর্ড। তবে পাঞ্জাব কিংস-এর জন্য নির্ধারিত হচ্ছে নিরপেক্ষ ভেন্যু, ফলে আপাতত এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে দলটিকে।

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, “যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এখন আমরা আইপিএল ফের শুরু করার সম্ভাবনা খতিয়ে দেখছি। যদি তাৎক্ষণিকভাবে আয়োজন সম্ভব হয়, তাহলে ভেন্যু, সূচি, সম্প্রচারকারী সংস্থা, মালিকপক্ষ—সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। সরকারের অনুমতি নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”

বিসিসিআই চায়, ২৫ মে’র মধ্যেই লিগ পর্বের বাকি ১২টি ম্যাচ শেষ করতে। এজন্য দিনে দুইটি করে ম্যাচ বা ডাবল হেডারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। কারণ, ফাইনালসহ প্লে-অফ আয়োজনে আরও ছয় দিন প্রয়োজন হবে। বোর্ড সূত্র জানায়, “বাকি ম্যাচগুলো চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে আয়োজনের কথা ভাবা হচ্ছে। তবে সরকারের সবুজ সংকেত ছাড়া কিছুই চূড়ান্ত হবে না।”

আইপিএল স্থগিত হওয়ার দিনই অধিকাংশ বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফ দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। এখন ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের ভ্রমণ পরিকল্পনা দ্রুত জানাতে বলা হয়েছে। কারণ, ৩০ মে পর্যন্ত আইপিএল বাড়ানোর চিন্তা করছে বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আজ রাতেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নতুন সূচি পাঠানো হবে। আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ায় ফাইনাল ৩০ মে অনুষ্ঠিত হতে পারে। তবে বাকি ম্যাচগুলো নির্দিষ্ট ভেন্যুতে হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত