মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কুড়িগ্রাম

১২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ২ শিশুর

আপডেট : ১১ মে ২০২৫, ০৫:৪২ পিএম

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌র উপজেলার ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে নি‌খোঁজ দুই শিশুর সন্ধানে ফায়ার সার্ভি‌সের ডুবু‌রি দল। রবিবার (১১ মে) বি‌কাল সা‌ড়ে ৩টার দি‌কে উদ্ধার অভিযান বন্ধ ক‌রে ডুবু‌রিরা।

জানা গে‌ছে, গত শ‌নিবার বেলা ৩টার দি‌কে উপ‌জেলা বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ডু‌বে যায় ইব্রা‌হিম আলী (১২) ও ইমরান হো‌সেন (৮) না‌মে দুই ভাই। এরপর থে‌কে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।

খবর পে‌য়ে উলিপুর থানার ওসি ও ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি ডু‌বু‌রি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়‌দের সহায়তায় প্রায় ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালা‌লেও নি‌খোঁজ দুই ভাইকে উদ্ধার কর‌তে পারে‌নি। 

ইমরান ও ইব্রা‌হিম ছোট বেলা থে‌কেই ওই চরের বা‌সিন্দা নানা ইসলাম আলীর বা‌ড়ি‌তেই থা‌কে।

উলিপুর ফায়ার সা‌র্ভি‌স স্টেশ‌নের লিডার আব্দুর রাজ্জাক মণ্ডল ব‌লেন, গত ১৮ ঘণ্টা ধ‌রে উলিপুর এবং রংপুর থে‌কে ৬ জনের এক‌টি ডুবু‌রি দল উদ্ধার অভিযান চালা‌লেও নি‌খোঁজ শিশু‌ দু‌টির সন্ধান পাওয়া যায়‌নি। ত‌বে ধারণা করা হ‌চ্ছে ব্রহ্মপু‌ত্রের স্রোত থাকায় ভা‌টির দি‌কে যে‌তে পা‌রে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত