মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আইএসইউ-কে ৮১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ইউল্যাব

আপডেট : ১১ মে ২০২৫, ১০:২৩ পিএম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ১৫তম ফেয়ার প্লে কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে ইউল্যাব স্থায়ী ক্যাম্পাসে এক জমজমাট ফাইনাল ম্যাচের মাধ্যমে। ফাইনালে ইউল্যাব দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-কে ৮১ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

ফাইনাল ম্যাচটি উপভোগ করতে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে উভয় প্রতিষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ইউল্যাবের পক্ষে ছিলেন প্রফেসর মিলান কুমার ভট্টাচার্য (অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার), লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.) (রেজিস্ট্রার), আসিফুর রহমান খান (ডেপুটি ডিরেক্টর ও হেড অব কমিউনিকেশনস) এবং মো. তৌফিক আজিজ (সিনিয়র ম্যানেজার, এক্সটার্নাল অ্যাফেয়ার্স)। আইএসইউ’র পক্ষে উপস্থিত ছিলেন প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ (ট্রেজারার), প্রফেসর মো. আবুল কাশেম (ডিন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি), প্রফেসর মো. আলী (বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ) এবং মো. ফয়জুল্লাহ কাউশিক (রেজিস্ট্রার)।

অতিথিবৃন্দ সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন, রানার-আপ এবং অন্যান্য উল্লেখযোগ্য পারফরমারদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে টুর্নামেন্টটি ছিল অত্যন্ত প্রাণবন্ত এবং এটি আবারও প্রমাণ করে ইউল্যাব ক্রীড়ার মাধ্যমে তারুণ্য, নেতৃত্ব এবং নৈতিক প্রতিযোগিতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত