জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশাল নজরুল মঞ্চে উদযাপনের দাবিতে ‘আমরা ত্রিশালবাসী’র ব্যানারে
মানববন্ধন, বিক্ষোভ, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচীর ঘোষণা করা হয়।
সোমবার (১২ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাড়কের নজরুল অডিটরিয়ামের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল বেরকরে নজরুল প্রেমীরা। বিক্ষোভ শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় পালনের ঘোষণা আসলে এমন খবরে ফুসছে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল প্রেমিকরা। জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে পালনের দাবি সাধারণ জনগণের।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, ত্রিশাল উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন, শুকতারা সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাব।
মানববন্ধনে বক্তারা বলেন, কবি নজরুল রফিজ উল্লাহ দারোগার সাথে ত্রিশালে আসেন। কবি এই ত্রিশালের মাটিতে না আসলে জাতীয় কবির মর্যাদা পেতেন না। আমরা কবির ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে এই নজরুল মঞ্চেই দেখতে চাই। আমাদের এ প্রাণের দাবি মেনে না নেওয়া হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে।