মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বিরল সীমান্ত দিয়ে প্রবেশের সময় বাংলাদেশি আটক

আপডেট : ১২ মে ২০২৫, ০৬:১০ পিএম

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারত থেকে প্রবেশের সময় কাসেম আলী (৬৭) নামে এক বাংলাদেশি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১২ মে) বিকেল ৪টায় দিনাজপুর ৪২ বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে সোমবার ভোর সাড়ে ৫টায় ধর্মজান বিওপির ৩২০ সীমান্ত পিলারের ৯ সাব পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়েছে। 

আটককৃত কাসেম আলী ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানার কামার পুকুর গ্রামের আলীমুল্লাহর পুত্র।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার ভোর সাড়ে ৫টায় ধর্মজান বিওপির টগলদল সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ২ থেকে ৩ মাস পূর্বে দালালের মাধ্যমে ভারতে কাজের সন্ধান দিয়েছি। পরে ভারতীয় দালালদেরর সহযোগিতায় কাটা তারের বেড়ার নীচে পানি নিষ্কাশনের কালভার্ট দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। 

এ ব্যাপারে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর জানান, বিকেলে সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করে বিরল থানায় সোপর্দ করে বিজিবি সদস্যরা। এব্যাপারে ওই বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত