বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

খুলনায় আজও ভ্যাপসা গরমে নাকাল মানুষ

আপডেট : ১২ মে ২০২৫, ০৭:১১ পিএম

খুলনায় ভ্যাপসা গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। গতকাল রবিবারের তুলনায় গতকাল সোমবার তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমলেও জনজীবনে কোনও প্রভাব পড়েনি। ফলে অতিরিক্ত প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। তীব্র গরমের কারণে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সোমবার খুলনা জেলায় তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে বাতাসের আদ্রতা ছিল ৫০ শতাংশ। এ ছাড়া রবিবার খুলনার তাপমাত্রা  ৪০ ডিগ্রি উঠেছিল।

নগরীর বয়রা মদিনাবাগ এলাকার রিকশাচালক মিলন মিয়া বলেন, অতিরিক্ত গরমের কারণে রিকশা চালানো যাচ্ছে না। কিন্তু স্ত্রী-সন্তানদের জন্য বাইরে বেরোতে হচ্ছে।

তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের কৃষক লিয়াকত হোসেন বলেন, এই গরমে জমিতে বেশিক্ষণ কাজ করতে পারছি না। খুব ভোরে জমিতে গিয়ে ১০টার পর আর কাজ করতে পারিনি।

ডুমুরিয়া উপজেলার বামুন্দিয়া গ্রামের কৃষক মিজানুর রহমান গোলদার বলেন, জমিতে অল্প কিছু বোরো ধান রয়েছে। ধান কাটতে মাঠে কিষান পাঠিয়েছিলাম। কিন্তু গরমের কারণে বেলা সাড়ে ১১টার আগেই তারা ফিরে এসেছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত