লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় ১২ দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসব মুদ্রার বর্তমান বাজার মূল্য দেশীয় টাকার ৪৮ লাখ ৬১০ টাকা। এসময় আল মদিনা বস্ত্রালয়ের মালিক খলিলুর রহমান ও শ্রী শ্রী নিতাই গৌর বস্ত্রালয় গার্মেন্টসের মালিক খোকন দেবনাথকে আটক করা হয়েছে।
সেনাবাহিনী, জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ বাজারে অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা করে আসছে একটি সঙ্ঘবদ্ধ চক্র। ওই চক্রকে ধরতে সোমবার (১২ মে) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বাজারে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। এসময় সেনাবাহিনীর ক্যাপ্টেন রাহাত ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে বাজারের আল মদিনা ও নিতাই গৌরব বস্ত্রবিতান গার্মেন্টসে অভিযান চালানো হয়। এসময় দুইটি প্রতিষ্ঠানে ১২টি দেশের বিদেশি মুদ্রা জব্দ করা হয়। যার বর্তমান বাংলা টাকার মূল্যে ৪৮ লাখ ৬১০ টাকা। অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা পরিচালনা করার অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়।
লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন রাহাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ বাজারে দুইটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিদেশি মুদ্রাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।