সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শিবালয়ে নদীভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ১২ মে ২০২৫, ০৮:১০ পিএম

‘নদী ভাঙন রোধ করো, তেওতা ইউনিয়নবাসীকে রক্ষা করো’- এমন শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ সোমবার তেওতা ইউনিয়নের ঝিকুটিয়া গ্রামে যমুনার পাড়ে আয়োজিত মানববন্ধরে বিভিন্ন শ্রেণি হাজারও মানুষ অংশ নেন। শিবালয় উজেলার তেওতা ইউনিয়নের যমুনার তীরবর্তী কয়েকটি গ্রামে ভাঙন দেখা দেওয়ায় ভুক্তভোগীরা এ মানকবন্ধন কর্মসূচি পালন করে।

জানা গেছে, উপজেলার গোয়ারিয়া, মালুচী, গাংধাইল, দক্ষিণ তেওতা, তেওতা, নারয়ণ তেওতা, ঝিকুটিয়া, নিহালপুরসহ প্রায় ৫ কিলোমিটার নদী পাড়ের অনেক জায়গা যমুনা গর্ভে বিলীন হওয়ার আশংকায় রয়েছে। গত একমাস যাবৎ এমন ভাঙনে কয়েকটি গ্রামের বাড়ি-ঘর বিলীনের পথে। গত বছর যমুনার ভাঙনে এ সকল গ্রামে ভাঙন দেখা দিলে সরকারি উদ্যোগে জিওব্যাগ ফেলার ব্যবস্থা করা হয় যা ছিল প্রয়োজনের তুলনায় কম। বসতবাড়ি, ফসলি জমি, রাস্তা-ঘাট রক্ষার জন্য আতঙ্কগ্রস্ত লোকজন ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বিএনপির নেতা তোজাম্মেল হক তোজাসহ বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।

নিহালপুর গ্রামের বাসিন্দা ছাইদুর রহমান কহিনুর জানান, যমুনার ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরিচা ঘাট হুমকির মুখে পড়বে। এ ছাড়া ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ি, হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকা যমুনায় বিলীন হবে।

স্থানীয় তেওতা ইউপি মেম্বার মাসুদ রানা জানান, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে যমুনা তীরবর্তী কয়েকটি গ্রাম ও বিস্তির্ণ এলাকা যমুনায় বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। সর্বস্থরের লোকজন ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত