বগুড়ার নন্দীগ্রামে তানিয়া খাতুন (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী তানসেন আলীর স্ত্রী। সোমবার (১২ মে) সকালে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
বিকেলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (১১ মে) রাতে খাবার খেয়ে ঘুমাতে যান গৃহবধূ তানিয়া খাতুন। সোমবার সকালে পরিবারের লোকজন ঘরের ভিতর গিয়ে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন।