বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মে’র ১১ দিনে রেমিট্যান্স এলো ৯২.২ কোটি ডলার

আপডেট : ১২ মে ২০২৫, ০৮:২৩ পিএম

চলতি মাসের প্রথম ১১দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯২.২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।। সোমবার (১২ মে) এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।

২০২৪ সালে মে মাসের প্রথম ১১ দিনে প্রেরিত রেমিট্যান্স ছিল ৮১ কোটি ৪০ লাখ ডলার।

এর আগে, মে মাসের প্রথম ৭ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স আসে, যা গত বছর একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি। গত বছর মে মাসের প্রথম সাত দিনে দেশে ৬০ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

এ বছর মার্চে ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা মাসিক হিসাবে এ যাবৎকালে সর্বোচ্চ। এপ্রিলে মোট ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে, যা দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত