বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পেশা আমাকে বেছে নিয়েছে

আপডেট : ১৩ মে ২০২৫, ০৩:২৭ এএম

প্রায় প্রতিবছর কলকাতার জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এ অংশ নিতেন বাংলাদেশি পারফরমাররা। নান্দনিক উপস্থাপনা, ব্যতিক্রমী কৌতুক বাছাই আর রঙ্গরসের মাধ্যমে এ দেশের প্রতিযোগীরা কলকাতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। শত শত প্রতিযোগীকে টপকে শীর্ষস্থানে থেকেছেন বাংলাদেশের প্রতিযোগীরা। দেশে ফিরে এখন কেমন আছেন তারা? কমেডি, নাটক এবং সমসাময়িক বিষয় নিয়ে কমেডিয়ান এবং অভিনেতা শাওন মজুমদারের সঙ্গে কথা বলেছেন অনন্যা সুগরা

বর্তমান ব্যস্ততা?

বিভিন্ন জায়গায় স্টেজ শো করছি। করপোরেট শো-গুলো করছি। আর আমি এখন পুরোদমে অভিনয় করছি। আমার তিনটা সিরিয়াল যাচ্ছে। একটা হচ্ছে ছাত্রাবাস যেটা এনটিভিতে যাচ্ছে। জি টিভিতে যাচ্ছে ব্যাডবাজ পোলাপান এবং সিটি লাইফ যাচ্ছে মাছরাঙ্গা টিভিতে। সবগুলোতেই দর্শকের বেশ সাড়া পাচ্ছি। সবাই আমার চরিত্রটা খুব পছন্দ করছে। পাশাপাশি একটা বেসরকারি রেডিওতে

শো করছি। আমার একটা কমেডি ক্লাব আছে। সেখানে প্রতি বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত স্ট্যান্ডআপ কমেডি নাইট শো থাকে।

অভিনয় করার পরিকল্পনা আগে ছিল?

আসলে পরিকল্পনা করে কিছু হয় না। বিবিএ করে ভেবেছিলাম ব্যবসা করব। কিন্তু ব্যবসা করতে পারলাম না। মিরাক্কেল থেকে দেশে ফিরে টুকটাক অভিনয়ে কাজ করতে শুরু করলাম। দর্শকরা আমার অভিনয় পছন্দ করল। তারপর এখন পুরোদমে আমি অভিনয়টা করছি।

বড় পর্দায় কাজ করবেন?

বড় পর্দায় আমার কাজ হয়েছে। খুব অল্প সময়ের জন্য শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলাম, তাই অনেকেই খেয়াল করেনি। বড় পর্দা নামটাই অনেক বড়। সবার স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার। বড় কিছু নিয়েই আসব।

মিরাক্কেল থেকে ফেরার পরের জার্নিটা কেমন ছিল?

মিরাক্কেলে থাকাকালে জার্নিটা খুবই ভালো ছিল। কিন্তু দেশে ফেরার পরের জার্নিটা নিয়ে যদি বলি, সেটা আসলে অনেক কঠিন ছিল। দেশে ফিরে নিজের অবস্থান মজবুত করতে স্ট্রাগল করতে হয়েছে বেশ।

মানুষকে হাসানো কি খুব কঠিন?

হাহাহা...একটু তো কঠিন। অনেক সময় অডিয়েন্সরা না হাসলে আমরাই কেঁদে ফেলি।

এত পেশা থাকতে কমেডিয়ান পেশাটা কেন বেছে নিলেন?

আমি নিজে থেকে এই পেশাটা বেছে নিইনি। পেশা আমাকে বেছে নিয়েছে। ছোটবেলায় আমি ডাক্তার হতে চেয়েছিলাম। আমার রেজাল্ট বলে দিল না শাওন, এটা তোমার পক্ষে সম্ভব না। ডাক্তার হতে পারিনি তাতে কী হয়েছে? আমি এখন ডাক্তারদের সাহায্য করি! কীভাবে জানেন? রোগী হয়ে হাসপাতালে গিয়ে। হাসপাতালে যাওয়া নিয়ে কথা হোক সেটা রোগী হয়ে। হা হা হা...।

একজন কমেডিয়ান হতে কী কী গুণাগুণ প্রয়োজন?

প্রথমেই বলব অবজারভেশন পাওয়ার থাকা লাগবে। এরপর একজন কমেডিয়ানকে অবশ্যই প্রেজেন্টেবল হতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত