চলতি সপ্তাহেই ফের শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ২০২৫, জানিয়ে দিল বিসিসিআই। ভারত-পাকিস্তান সংঘতের জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড একপ্রকার বাধ্য হয়েই গত বৃহস্পতিবার থেকে আইপিএল স্থগিত রাখার কথা জানিয়েছিল। কিন্তু ১০ দিনের মাথায় ফের একবার আইপিএল ২০২৫ শুরু করে দিতে চলেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।
এদিকে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ১০-এর স্থগিত হয়ে যাওয়া বাকি আটটি ম্যাচও ১৭ থেকে শুরুর সম্ভাবনা রয়েছে। তবে এখনও ভেন্যু ও বিদেশি খেলোয়াড়দের প্রাপ্যতা নিয়ে আলোচনা চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে।
বিসিসিআইয়ের তরফে জানানো হয় যে আসরের বাকি ১৭টি ম্যাচ হবে ৬টি ভেনু জুড়ে। যদিও এই ভেনুগুলোর মধ্যে রাখা হয়নি কলকাতার ইডেন গার্ডেন্সকে। রয়েছে বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লাখনৌ, মুম্বাই এবং আহমেদাবাদ। ১৭ মে শুরু হয়ে পরের দুটি রবিবারই থাকছে ডাবল হেডার, অর্থাৎ দুটি করে ম্যাচ হবে সেদিন।
প্লে অফের পরিবর্তিত সূচিতে প্রথম কোয়ালিফায়ার হবে মে মাসের ২৯ তারিখ। এরপর ৩০ মে হবে এলিমিনেটর। জুনের ১ তারিখ হবে কোয়ালিফায়ার ২। ফাইনাল হবে ৩রা জুন অর্থাৎ মঙ্গলবার। এখনও পর্যন্ত আইপিএলের প্লে অফের ভেনু ঘোষণা করেনি বোর্ড, প্লে অফের আগেই তা ঘোষণা করা হবে।