শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

ট্রাম্প মধ্যপ্রাচ্যের ৩ দেশে গেলেও যাবেন না ইসরায়েল 

আপডেট : ১৩ মে ২০২৫, ১২:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৩ মে) মধ্যপ্রাচ্যের তিন দেশে সফরের উদ্দেশ্যে প্রথমেই সৌদি আরব যাচ্ছেন। দেশটিতে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ অর্জনের আশা করছেন ট্রাম্প। এরপর কাতার ও আরব আমিরাতও সফর করবেন তিনি। তিন দেশে সফর করলেও মধ্যপ্রাচ্যে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশ ইসরায়েলে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (১৩ মে) আল জাজিরার খবরে বলা হয়, ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত মার্কিন-ইসরায়েলি জোটের দৃঢ় সম্পর্কের ব্যাপারে বেশ উদ্বেগ তৈরি করেছে।

বিশেষ করে বন্দি বিনিময় নিয়ে হামাস এবং হামলা বন্ধে হুতির সঙ্গে ইসরায়েলকে ছাড়ায় আলোচনা করে সমাধান করে ফেলেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট যখন হুতিদের ওপর আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেন, তখন ইসরায়েলকে কিছুই জানানো হয়নি। একইসঙ্গে রোববার ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সম্পৃক্ততা ছাড়ায় হামাসের বন্দী এডান আলেকজান্ডারের মুক্তির জন্য আলোচনা করেছে।

এছাড়া পরমাণু ইস্যুতে ইরানে ইসরায়েলের হামলা করার পরিকল্পনা অনেকটা জোর করে থামিয়ে রেখেছেন ট্রাম্প, যা সহজে মেনে নেয়নি নেতানিয়াহু প্রশাসন। মেনে নিলেও এ নিয়ে বৈরিতা দেখা দিয়েছে বন্ধুপ্রতিম দেশদুটির মধ্যে।

মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনেও ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয়া হচ্ছে। গণমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রশাসন ইঙ্গিত দিচ্ছে যে তারা ইসরায়েলি নেতার অপেক্ষা না করেই মধ্যপ্রাচ্য নীতিতে কাজ করতে পারে স্বাধীনভাবে।

যদিও বিভেদের বিষয়টি উড়িয়ে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এ বিষয়ে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘ট্রাম্প যা করছেন তা এই কারণে নয় যে তিনি ইসরায়েলকে উপেক্ষা করছেন। বিশ্বে প্রায় ২০০টি দেশ আছে, অনেক দেশে তিনি এখনও যাননি, অনেক দেশে তিনি এখনই যাবেন না। তিনি অন্য কোনও বিশ্বনেতার চেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বেশি সময় কাটিয়েছেন।’

গাজায় তীব্র উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই সফরে ইসরায়েল এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত  এসেছে। একজন মার্কিন কর্মকর্তা জানান, এই মুহূর্তে ইসরায়েল সফর থেকে ভালো কিছু বের হতে পারে না। তবে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে বলেছেন, ‘এই মুহূর্তে, ইসরায়েল ট্রাম্পের সামগ্রিক লক্ষ্যের সাথে দ্বিধাগ্রস্ত। আমি মনে করি ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে অবিশ্বাস বেশ কিছুদিন ধরেই বিস্তৃত।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত