ক্রিশ্চিয়ানো রোনালদোকে আমরা চিনি গ্যালারিভর্তি স্লোগান, জার্সিতে ৭ নম্বর, আর প্রতিবার গোল করার পর সেই বিখ্যাত চিৎকার 'সুই-ই'!
কিন্তু জানেন কি, রোনালদো এখন আর শুধু মাঠের তারকা নন, তিনি এবার নামছেন ফাইটিং গেমের রিংয়ে?
হ্যাঁ, এসএনকে নামের জাপানি ভিডিও গেম কোম্পানির ২৬ বছর পর ফিরে আসা জনপ্রিয় ফাইটিং গেম 'ফ্যাটাল ফিউরি: সিটি অফ দা উলভস'-এ রোনালদো একজন 'খেলোয়াড়' হিসেবে আসছেন।
২০২৪ সালের মার্চে রোনালদো নিজেই ইনস্টাগ্রামে ঘোষণা করেছিলেন তিনি আসছেন ফ্যাটাল ফিউরিতে। ৯০ দশকে যারা গেম খেলতেন, তাদের কাছে এটি ছিল একটি কিংবদন্তি নাম। 'মার্ক অফ দা উলভস' ছিল এর শেষ কিস্তি, যা ১৯৯৯ সালে এসেছিল। ২০২৫ সালের ২৪ এপ্রিল এসেছে নতুন ভার্শন, আর সেখানেই 'সিআরসেভেন'।
রোনালদোর চরিত্রটিতে থাকছে ফুটবল থিমযুক্ত আক্রমণ— যেমন জাদুকরী বল কিক, স্লাইডিং ট্যাকল, ওভারহেড কিক এমনকি হেড করেও মারতে পারবেন শত্রুকে!
আর তার ফিনিশিং মুভ? সোজা বলটা চার্জ নিয়ে শত্রুর পেটে ঢুকিয়ে দিচ্ছেন — যেন ডিফেন্সের দেয়ালে থাকা কোনো খেলোয়াড়কে একদম কাছ থেকে ফ্রি-কিক দিয়ে উড়িয়ে দিলেন।
মজার বিষয় হলো, গোল করার পর তিনি গেমেও লাফ দিয়ে বলছেন 'সুই-ই', সঙ্গে বিদ্যুৎচমক!
প্রথমে গেমাররা রেগে গিয়েছিল — "ফুটবলার আবার ফাইটিং গেমে?" অনেকেই বলেছিল, রোনালদোর ডিজাইনটা কৃত্রিম, যেন রোনালদোর কসপ্লে। কিন্তু সব পাল্টে যায় ইভো টুর্নামেন্টে, যেখানে ডায়াফোন নামের এক গেমার রোনালদোকে নিয়ে সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
তার রোনালদো কম্বোগুলো ছিল এমন বিস্ময়কর, যা দেখে প্রফেশনাল গেমাররাও তাক লেগে যান। ফুটবল দিয়ে মিক্সআপ করে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা, হেড দিয়ে বারবার আক্রমণ— এগুলো যেন বাস্তব রোনালদোর স্টাইলকে এক নতুন রূপে হাজির করেছে গেমে।